Ticker

6/recent/ticker-posts

স্মার্টফোনের ব্যাটারির ড্রেইন সমস্যার সমাধান


 Transit Teach:- আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের গুরুত্ব অনেক। আমরা বর্তমানে স্মার্টফোন দিয়ে প্রায় সকল প্রকার কাজ করতে পারি। আমরা ফোন কল থেকে ব্যাংকিং পর্যন্ত অনেক কাজ স্মার্ট ফোন দিয়ে করি। এছাড়াও  স্মার্ট ফোন আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়েছে। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র‍্যান্ড এর বিভিন্ন স্মার্ট উপস্থিত রয়েছে। কিন্তুু সকল স্মার্টফোন কেনার কয়েক মাস পর থেকেই ব্যাটারির সক্ষমতা কমতে থাকে এবং ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হয়।

কিন্তুু কিছু কৌশল ব্যবহার করলে ব্যাটারির দ্রুত ড্রেইন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।  চলুন জেনে নেই ব্যাটারি দ্রুত ড্রেইন হওয়া থেকা বাচার উপায়:-  



১) স্মার্টফনের ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে  তাহলে স্মার্টফোন এ বেশী সময় চার্য থাকবে।

  ২)  ৯০% চার্জ হলে এক Battery Cycle কমে যায়। তাই সবসময়ই চেষ্টা করবেন অতিরিক্ত প্রয়োজন না হলে ৮৯% এর কম চার্জ দেয়ার।

 

 ৩) স্মার্টফনে অতিরিক্ত থার্ড পার্টি আ্যপ রাখা যাবে না। এই  আ্যপগুলো ব্যাটারি ড্রেইন করে।  

৪) ‌অনেকেরই চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করে থাকেন, এটা ব্যাটারির জন্য অনেক ক্ষতিকর। তাছাড়া সারারাত ফোন চার্জে রাখলেও ব্যাটারি লাইফ কমে যায়। 

 

  এইসকল কৌশল প্রোয়গ করে স্মার্টফোনের ব্যাটারি ড্রেইন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।