Ticker

6/recent/ticker-posts

এশিয়া কাপ ২০২২ এর সময়সূচী

   এশিয়া কাপ ২০২২  এর সময়সূচী

 

 Transit Teach :- 

 আগামী ২৭ শে আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২২।  এবারের এশিয়া কাপ হবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ভার্সন টি-২০ তে।এবারের এশিয়া কাপের আয়োজক হলো  শ্রীলঙ্কা এবং এটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপে বাংলাদেশ,ভারত,পাকিস্তান, স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাই পর্ব থেকে আসা একটি দল ২ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে।  


 

 এশিয়া কাপ ২০২২ এর সময়সূচী 

 

 

 Group A 

ভারত  

পাকিস্তান  

TBC  

 

 Group B

 Srilanka (আয়জক)

 Bangladesh

 Afganistan     

 

এশিয়া কাপ ২০২২ এর সময়সূচী 


  ১ম রাউন্ড:- 

 

 শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান :২৭ শে আগস্ট,শনিবার, রাত ৮ টা, ভেন্যু : দুবাই।

 ভারত বনাম পাকিস্তান :২৮ শে আগস্ট, রবিবার,  রাত ৮ টা, ভেন্যু :দুবাই।

 বাংলাদেশ বনাম আফগানিস্তান:৩০ শে আগস্ট, মঙ্গলবার, রাত ৮ টা,ভেন্যু :  শারজাহ।   

 ভারত বনাম TBC,   ৩১ শে আগস্ট, বুধবার, রাত ৮ টা,ভেন্যু :  দুবাই। 

 বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, রাত ৮ টা,ভেন্যু :  দুবাই। 

পাকিস্তান বনাম TBC,  ২  সেপ্টেম্বর, শুক্রুবার, রাত ৮ টা,ভেন্যু : শারজাহ।  

 

২য় রাউন্ড সুপার ফোর  

 

 B1 বনাম B2  ৩ সেপ্টেম্বর শনিবার, রাত ৮ টা, ভেন্যু : শারজাহ। 

 A1 বনাম A2  ৪ সেপ্টেম্বর, রবিবার, রাত ৮ টা ভেন্যু: দুবাই।

 A1 বনাম B1  ৬ সেপ্টেম্বর,মঙ্গলবার, রাত ৮ টা, ভেন্যু : দুবাই।  

 A2 বনাম B2 ৭ সেপ্টেম্বর,বুধবার,রাত ৮ টা, ভেন্যু :দুবাই। 

 A1 বনাম B2 ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, রাত ৮ টা  ভেন্যু : দুবাই।  

 B1 বনাম A2,  ৯ সেপ্টেম্বর,শুক্রুবার রাত ৮ টা ভেন্যু :- দুবাই। 

 

  ফাইনাল এশিয়াকাপ ২০২২  

 

সুপার ফোর Top ১ vs সুপার ফোর  Top  ২

১১ সেপ্টেম্বর রবিবার, রাত ৮ টা ভেন্যু : দুবাই  

 

এই ছিল এশিয়াকাপ ২০২২ এর সময় সূচী।  Post টি ভালো লাগলে শেয়ার করবেন।