এক বিবৃতিতে মেটা বলেছে– এর মধ্যে আছে রিলস এবং স্টোরিজ।‘ফিডস’ নামের নতুন ট্যাবে আগের পদ্ধতিতে ব্যবহার করা যাবে ফেইসবুক, যেখানে পরিচিত বন্ধু, পেইজ এবং গ্রুপের পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারী।“ট্যাবের মধ্যে ‘ফিডস’ দেখা যাবে ক্রমানুসারে, কোন ধরনের নিজস্ব র্যাংকিং ব্যবস্থা ছাড়াই।” --ফেইসবুক পোস্টে বলেছেন মেটা সিইও জাকারবার্গ।
এই পরিবর্তনটি খুবই শীঘ্রই ফেসবুক আ্যপে দেখা যাবে।