Ticker

6/recent/ticker-posts

ফেসবুক আ্যপের পরিবর্তন আনতে চলছে মেটা

 Transit Teach:-ফেইসবুক অ্যাপের নিউজ ফিড ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে মেটা।বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, ব্যবহারকারীর পরিচিত অ্যাকাউন্ট থেকে করা পোস্টের চেয়ে নতুন কনটেন্ট অনুসন্ধানকে বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপটি।ফেইসবুকের মূল নিউজ ফিড ট্যাব হোম-এ ব্যবহারকারী এখন থেকে অনুসরণ করেন না এমন ব্যবহারকারীর জনপ্রিয় পোস্টও দেখতে পাবেন। 
এক বিবৃতিতে মেটা বলেছে– এর মধ্যে আছে রিলস এবং স্টোরিজ।‘ফিডস’ নামের নতুন ট্যাবে আগের পদ্ধতিতে ব্যবহার করা যাবে ফেইসবুক, যেখানে পরিচিত বন্ধু, পেইজ এবং গ্রুপের পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারী।“ট্যাবের মধ্যে ‘ফিডস’ দেখা যাবে ক্রমানুসারে, কোন ধরনের নিজস্ব র‍্যাংকিং ব্যবস্থা ছাড়াই।” --ফেইসবুক পোস্টে বলেছেন মেটা সিইও জাকারবার্গ। 
এই পরিবর্তনটি খুবই শীঘ্রই ফেসবুক আ্যপে দেখা যাবে।