Ticker

6/recent/ticker-posts

বিশ্বে জনপ্রিয় ৫ টি মোবাইল গেম

Transit Teach :- বর্তমান যুগে স্মার্টফোন মানুষের কাছে অন্যতম এক গুরুত্বপূর্ন বস্তু হয়ে দারিয়েছে।প্রায় সকল ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যবহার বেড়েছে।অনেকে  আবার গেমিং এর জন্য স্মার্টফোন কেনেন। বর্তমানে গেমিং  স্মার্টফোন ইউজারদের বিনোদনের  মাধ্যম হয়ে দারিয়েছে। বর্তমানে অফলাইন থেকে অনলাইনে অনেক জনপ্রিয় গেম রয়েছে। 

 


নিচে বিশ্বের জনপ্রিয় ৫ টি গেম উল্লেখ করা হলো, 


১.Pubg Mobile :-  স্মার্টফোন দুনিয়াতে সব থেকে বেশি জনপ্রিয় মাল্টিপ্লায়ার গেম হচ্ছে পাবাজি মোবাইল ।এই  গেম টির সম্পর্কে আমার নুতুন কিছু বলার দরকার নেই, আপনারা অলরেডি জানেন পাবজি মোবাইল কত অসাধারণ ও পপুলার গেম।পাবজি মোবাইল অনেক গুলি ভালো ভালো ফিচার লক্ষ্য করা যায়।এর সুন্দুর গ্রাফিক ও গেম প্লে সবার মন জয় করে নিয়েছে। যদি আপনার বাজেট স্মার্টফোন থাকে সেখানে এ গেমটি lag করবে,smooth রান করবে না।

 
২.Garena Free Fire :- ফ্রিফায়ার হোলো বর্তমানে অন্যতম এক জনপ্রিয় গেম। এটি একটি ব্যাটালরয়েল গেম। এই গেমে একসাথে ৫০ জন প্লেয়ার থাকে। একটি টিমে সর্বচ্চ ৪ জন খেলা যায়। বর্তমানে এই গেমের ক্লাসস্কোয়াড মোড এই গেমকে আরো জনপ্রিয় করে তুলেছে। 



 
 ৩.Call of Duty Mobile:-  কল অফ ডিউটি এটি পপুলার কম্পিউটার গেম এবং পাবজি পপুলেরটি দেখে কোম্পানি Call of Duty মোবাইল ভার্সন লঞ্চ করে কল অফ ডিউটি লঞ্চ এর সঙ্গে সঙ্গে প্রচুর জনপ্রিয় পায়।এই গেমটির গ্রাফিক্স এতো সুন্দর মনে হয় hd অ্যাকশন মুভির মতো।Call of Duty একটি ব্যাটেল গ্রাউন্ড গেম যেটা কম্পিউটার ভার্সন থেকে পুরো আলাদা।এখানে অনেকটা পাবজি এর মতো Battle Royale ও মাল্টি প্লেয়ার অপসন দেখতে পান। Call of Duty smooth লাগ্ ফ্রী খেলতে হলে আপনার মোবাইলে ৩-৪ জিব ram ও মিডিয়াম প্রসেসর থকা দরকার। 

  ৪. FiFa Soccer :-  ফ্রেন্ডস আপনি ফুটবল খেলা খুব পছন্দ করেন তাহলে FIFA Soccer গেম আপনার পছন্দ হবে।  ফিফা সকার মোবাইল ভার্সন হচ্ছে খুবই জনপ্রিয় ফিফার গেম যেটা ইলেক্ট্রনিক আর্টস দ্বারা ডেভলপ করা হয়েছে। এই গেমটি দ্বারা আপনি রিয়েল টাইম 11 vs 11 মাল্টিপ্লেয়ার মোডে ফুটবল খেলতে পারবেন। 



 ৫. Ludo King :-  লুডু কিং খুবই পপুলার এবং জনপ্রিয় গেম,মোবাইলে টাইম পাস কাটানোর সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এই গেম খেলা। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা লুডু খেলে টাইম পাস করেন। এখানে আপনি অনলাইনে সাহায্যে বিভিন্ন রকম ওপনেন্ট  এর সঙ্গে খেলতে পারেন।আবার  বন্ধু-বান্ধবদের সঙ্গে অনলাইনে- অফ লাইন দুই ভাবে খেলা যায়। 


 উপরের সকল গেমস গুগল প্লে স্টোর ও আ্যপল আ্যপ স্টোরে এভেইলেবল রয়েছে। আপনারা চাইলে৷ অবসর সময় পার করার জন্য আপনারা বন্ধুদের সাথে এই সকল মোবাইল গেমগুলো খেলতে পারেন।