Transit Teach:- আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ। ৩ ম্যাচ T20 ও ৩ ম্যাচ ODI খেলতে ইতিমধ্যেই জিম্বাবুয়েপৌছেছে বাংলাদেশ দল। আগামিকাল ৩০ জুলাই ২০২২, ১ম T20 এর মাধ্যেমে সিরিজ টি শুরু হবে।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময় তালিকাঃ-
T20 সিরিজ :-
১ম T20 : ৩০ জুলাই, ২০২২,শনিবার, বিকাল ৫ টা (GMT 6+), ভেন্যুঃ- হারারে।
২য় T20 : ১ আগস্ট, ২০২২,রবিবার,বিকাল ৫ টা (GMT 6+), ভেন্যুঃ- হারারে।
৩য় T20 : ২ আগস্ট, ২০২২,মঙ্গলবার, বিকাল ৫ টা (GMT 6+), ভেন্যুঃ- হারারে।
ODI সিরিজ:-
১ম ODI :5 আগস্ট, ২০২২,শুক্রুবার, সকাল ১১ টা ১৫ মিনিট (GMT 6+), ভেন্যুঃ- হারারে।
২য় ODI : ৭ আগস্ট, ২০২২,রবিবার, সকাল ১১ টা ১৫ মিনিট (GMT 6+), ভেন্যুঃ- হারারে।
৩য় ODI : ১০ আগস্ট, ২০২২,বুধবার, সকাল ১১ টা ১৫ মিনিট (GMT 6+), ভেন্যুঃ- হারারে।
এই ছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সুচী পোস্ট টি পছন্দ হলে শেয়ার করুন। ©www.transitteach.blogspot.com