Ticker

6/recent/ticker-posts

প্লে-স্টোর নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে গুগল


 Transit Teach :-প্লে স্টোর নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে গুগল। বাতিল হয়ে গেছে অথবা আপডেট করা হয়নি— এমন প্রায় ৯ লাখ অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে ফেলছে গুগল। গুগল জানিয়েছে, এটা কার্যকর হলে প্লে-স্টোর থেকে অন্তত এক-তৃতীয়াংশ অ্যাপ বাদ হয়ে যাবে।

 


অনেক অব্যহিত আ্যাপ প্লে-স্টোরে রয়েছে। অনেক আ্যাপের ডেভেলোপাররা  আ্যাপগুলো আপডেট করছে না। এতে আ্যাপগুলোর ব্যবহারকারীরা সাইবার নিরাপত্তা ঝুকিতে রয়েছে। তাই নিরাপত্তার জন্য  গুগল এই সিদ্ধান্ত নিয়েছে। 

 

অ্যান্ড্রয়েড  অ্যাপগুলো নতুন অ্যাপের মতো অতিরিক্ত নিরাপত্তার সুবিধাগুলো নিতে পারবে না। ফলে পুরনো অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস বা তথ্য অনিরাপদ হয়ে যাবে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে।